Site icon Jamuna Television

করোনা নিয়ে মমতাজ গাইলেন ‘মনটা ভইরা যায়’

দেশের করোনার বিস্তার ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় থেমে নেই বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমও।

জনপ্রিয় গান ‘বুকটা ফাইট্টা যায়’-এর আদলে ব্র্যাকের সহযোগিতায় একটি গান গেয়েছেন মমতাজ। গানটি হচ্ছে ‘মনটা ভইরা যায়, মাইনা যায় নিয়মটা মাইনা যায়’।

এরই মধ্যে গানের রেকর্ডিং ও ভিডিওচিত্র ধারণের কাজ শেষ হয়েছে। আজ চ্যানেল আইতে গানটি প্রচারের মাধ্যমে এর যাত্রা শুরু হচ্ছে। পরবর্তী সময়ে দেশের সব চ্যানেলেই এটি পরিবেশিত হবে।

গানটি নিয়ে মমতাজ বলেন, ‘ঠিক এ মুহূর্তে আমরা করোনাভাইরাসে আতঙ্কিত। আতঙ্কিত না হয়ে আমরা যেন আরও সচেতন হই, করোনা রোধে কী কী নিয়ম মেনে চলতে হবে সেটাই আমি গানে গানে জনগণকে সচেতন করার চেষ্টা করেছি।’ নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব।

Exit mobile version