Site icon Jamuna Television

দিল্লিতে করোনাভাইরাসে তাবলিগ জামাতের ১০ মুসল্লির মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাবলিগ জামাতের অনুষ্ঠানে অংশ নেয়া ১০ মুসল্লি মারা গেলেন করোনাভাইরাসে। দেশটির স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার জানান, তাদের সবাই তেলেঙ্গানার অধিবাসী।

গোটা ভারতে লকডাউন জারির আগেই, দিল্লির নিজামউদ্দিনে ছিলো এই ধর্মীয় সমাবেশ। যেখানে, দেশি-বিদেশি প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন। গেলো সপ্তাহেই, আয়োজন থেকে ফিরে তামিলনাড়ু, কনার্টক এবং জম্মু-কাশ্মিরে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যান তিন মুসল্লি। বাকি একজন ফিলিপাইনের একজন ইমাম; তিনি বার্ষিক আয়োজনে যোগ দিতে এসেছিলেন।

ভারতে গেলো ২৪ ঘণ্টায় নতুনভাবে ২২৭ জনের শরীরের মিলেছে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি। এরফলে, দেশটিতে সবিমিলিয়ে করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২শ’র ওপরে; এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন।

Exit mobile version