Site icon Jamuna Television

কুয়েত মৈত্রী হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ব্যক্তির মৃত্যু

রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চিকিসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।

৫৮ বছর বয়সী ঐ ব্যক্তিকে গতরাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে কুয়েত মেত্রী হাসপাতালে নেয়া হয়।

স্বজনরা জানান, কয়েকদিন ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গতকাল নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে রেফার্ড করেন।

Exit mobile version