Site icon Jamuna Television

রংপুর মেডিকেলের আইসোলেশনে থাকা ৫ জন করোনা আক্রান্ত নয়

করোণা আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেট আইসোলেশন বিভাগে ভর্তি হওয়া ঠাকুরগাঁয়ের ১ শিশুসহ ৫ জনের শরীরে করোনার উপস্থিতি পাইনি আইইডিসিআর।

হাসপাতালের আইসোলেশন বিভাগের ইনচার্জ হুমায়ুন কবির নোমান জানিয়েছেন, মঙ্গলবার সকাল দশটায় ওই পাঁচজনের নমুনা পরীক্ষার প্রতিবেদন আইইডিসিআর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছায়। সেখানে তাদের শরীরে করোনাভাইরাস না পাওয়ার কথা জানানো হয়।

গত শনিবার রাত সাড়ে নয়টায় ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে রুহুল আমিন, স্ত্রী মোমেনা, শিশুসন্তান রোহান, ভাই ইসমাইল ও তার স্ত্রী আফরিনা কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। রোববার সকালে তাদের শরীরের নমুনা পাঠানো হয় আইইডিসিআরে। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সিভিল সার্জনের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে আবারও ঠাকুরগাঁয়ে পাঠানো হয়।

Exit mobile version