Site icon Jamuna Television

করোনার ছবি আঁকা ঘোড়ায় চেপে ঘুরছেন পুলিশকর্মী

করোনা পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে বলছেন চিকিৎসক, বিশেষজ্ঞরা। বিশ্বে হু হু করে বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে আর সাবধানতা অবলম্বন করতে হরেক প্রচারও চালাচ্ছে। মানুষকে সচেতন করতে নতুন নতুন উপায় বের করেছে সরকার থেকে চিকিৎসকরা।

তেমনি সচেতনা বাড়াতে অদ্ভূত কাণ্ড করেছেন ভারতের এক পুলিশকর্মী। তিনি করোনার জীবাণু আকা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এ ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে।

জানা যায়, অন্ধ্র প্রদেশের কুর্ণুল জেলার রাস্তায় ঘোড়ায় চড়ে নজরদারি চালাচ্ছেন সাব ইন্সপেক্টর পিপল্লি মণ্ডল। আর তাঁর সেই ঘোড়ার গায়ে রঙবেরঙের করোনার জীবাণু আঁকা রয়েছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

তিনি বলেন, “মানুষকে সচেতন করতে এমন উদ্যোগ নিয়েছি।”

সূত্র: সংবাদ প্রতিদিন

Exit mobile version