Site icon Jamuna Television

পোশাক থেকেও কি করোনা সংক্রমণ ছড়াতে পারে?

করোনাভাইরাস কি আপনার পোশাকের উপর বেঁচে থাকতে পারে, থাকলে কতক্ষণ?
প্রথম উত্তর হল হ্যাঁ। কিন্তু কতক্ষণ, তা এখনও স্পষ্ট নয়। গবেষণায় দেখা গিয়েছে প্লাস্টিক, স্টিল, কার্ডবোর্ড, এমনকি বাতাসেও এই ভাইারস বেঁচে থাকে- কিন্তু পোশাকের ব্যাপারটা কেউই এখনও খতিয়ে দেখেননি।

অধিকাংশ ভাইরাসই স্টিলের মত ছিদ্রহীন ও কার্ডবোর্ডের মত জায়গায় থেকে বেশিক্ষণ বাঁচে। কাপড় সচ্ছিদ্র হয়। সচ্ছিদ্র সারফেসের একটা ভাল দিক হল তা ভাইরাসকে আটকে রাখে, প্লাস্টিকের মত অন্য সারফেস থেকে যত দ্রুত তা ছড়ায়, এক্ষেত্রে তা তত দ্রুত ছড়ায় না।

তবে পোশাক পরিষ্কার রাখার বিষয়টি অবশ্যপালনীয়। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর তনু সিংহল বলছেন, “পোশাকের ব্যাপারে কোনও অ্যাডভাইজরি পাঠানো হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে অ্যাডভাইজরি দিয়েছে, তাতে ৬০ থেকে ৯০ ডিগ্রির মধ্যে তাপমাত্রায় বিছানাপত্র পরিষ্কার করার কথা বলা হয়েছে। আমরা মনে করি ডিটারজেন্ট ব্যবহার করলে ভাইরাস মরে যায়।”

সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

Exit mobile version