Site icon Jamuna Television

স্ত্রী ও মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা

গাজীপুর মহানগরের কাশিমপুর পানিশাইল সোনালীপল্লী এলাকা থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

নিহতরা হলেন, মোশাররফ হোসেন মোশায়েদ (২৮), স্ত্রী হোসনা আক্তার (২২), দুই মাস বয়সী শিশু কন্যা মোহিনী আক্তার ।

নিহতের বাড়ী রংপুরের পীরগঞ্জ থানার বড় গোবিনাথপুর গ্রামে ।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহতরা মোশাররফ হোসেন (২৮) মাদকাসক্ত ছিলেন।
সোমবার রাতে স্বামী-স্ত্রীর ভিতর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রীর পরিবাররের পক্ষ থেকে মিলিয়ে দিয়ে যায় ।

পরিবার লোকজন সকালে জানতে পারে সবাই নিহত।

স্ত্রী ও মেয়ে কে বিষ খাইয়ে হত্যার পর নিজে গলায় ফাশ দিয়ে আত্নত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ ।

Exit mobile version