Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হয়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্টের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো প্যারিসের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

সোমবার তার পরিবার এ কথা জানিয়েছে। মৃত্যুকালে ওপাঙ্গোর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গোর নেতৃত্ব দেন।

করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন বলে জানান ছেলে তার ছেলে জ্যাঁ জ্যাকস। কঙ্গোর উত্তরাঞ্চলে ১৯৩৯ সালে তিনি জন্ম নেন। ওপাঙ্গো সেনা কর্মকর্তা ছিলেন। প্রেসিডেন্ট মারিয়েন এনগাওয়াবি হত্যাকান্ডের পর তিনি ক্ষমতায় আসেন।

এরপর কঙ্গোয় ১৯৯৭ সালে গৃহযুদ্ধ শুরুর পর ফ্রান্সে নির্বাসন জীবন শুরু করেন ওপাঙ্গো। তাই বিদেশের মাটিতেই জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করতে হলো এই নেতাকে।

Exit mobile version