Site icon Jamuna Television

জয়পুরহাটে আইসোলেশনে থাকা তিনজন করোনা আক্রান্ত নয়

জয়পুরহাটঃ জয়পুরহাটের গোপীনাথপুর আইএসটির আইসোলোশনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া কালাই ও ক্ষেতলালের সেই তিন রোগীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের জীবাণু পায়নি আইইডিসিআর। সোমবার রাতে জেলা সিভিল সার্জনকে দেওয়া এক ই-মেইল বার্তায় নিশ্চিত করেছেন আইইডিসিআর কর্তৃপক্ষ।

জেলা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা স্থানীয় সাংবাদিকদের বলেন, করোনায় আক্রান্ত সন্দেহে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টের ওই তিন রোগীকে গত শনিবার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরের হেল্থ ইন্সটিটিউটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে করোনাভাইরাস সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। তিনজনের প্রতিবেদনই নেগেটিভ এসেছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে ৫ জনকে নতুন করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও এ পর্যন্ত জয়পুরহাটের ৫টি উপজেলায় মোট ৩২২ জনকে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হলেও ইতোমধ্যেই মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে রয়েছেন ১৬৯ জন ব্যক্তি।

Exit mobile version