Site icon Jamuna Television

করোনার লক্ষণ দেখা দিলেই নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনার লক্ষণ দেখা দিলেই নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ৬৪ জেলার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী জানান, জনগণের সুরক্ষা নিশ্চিতে বাড়ানো হবে চলমান সাধারণ ছুটি।

প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা তৈরি করা গেছে বলেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

জনসমাগম করে বাংলা নববর্ষের কোনো আয়োজন না করার নির্দেশও দিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, ছুটি বাড়ানো হলেও সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে হবে। কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। দরিদ্র ও দিন এনে দিন খাওয়া মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

হুঁশিয়ারি দেন, মানুষের এমন দুঃসময়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে। করোনা পুরোপুরি পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে যেতে হবে।

Exit mobile version