Site icon Jamuna Television

যশোরে সড়ক দুর্ঘটনায় ক্লিনিক মালিক নিহত

যশোর প্রতিনিধি:

যশোরের রাজগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে ক্লিনিকের মালিক নুরুজ্জামান গাজী (৪০) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ওই সড়কের সদরের বাগেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান যশোরের মণিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামের বীরমুক্তিযোদ্ধা সামসুদ্দিন চৌকিদারের ছেলে এবং যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মুনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি শহরের জেলরোডে বন্ধন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে ডুমুরখালি গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে যশোরে আসছিলেন। পথিমধ্যে যশোর রাজগঞ্জ সড়কের বাগেরহাট বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version