Site icon Jamuna Television

ঘন কুয়াশা: দিল্লিতে সড়ক দুর্ঘটনায় ৪ ভারোত্তলক নিহত

ভারতের রাজধানী দিল্লিতে এক সড়ক দুর্ঘটনায় ৪ ভারোত্তলক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ভারোত্তলনে বিশ্ব চ্যাম্পিয়ন সক্ষম যাদবসহ দুইজন।

হিন্দুস্তান টাইমস জানায়, আজ রোববার দিল্লি-চণ্ডীগড় হাইওয়ে হয়ে পানিপথ যাচ্ছিলেন ৬ ক্রিড়াবিদ। সঙ্গে ছিল তাদের ভারোত্তলন সংক্রান্ত জিনিসপত্র। দিল্লি ও হরিয়ানার মাঝখানে সিংঘু সীমানার আলিপুর গ্রামের কাছে ভোর ৪টার দিকে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে গাড়ির ছাদ পুরোপুরি উড়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার মধ্যে গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি। তাদের সাথে কয়েকটি বোতলও ছিল, তাই মদ খেয়ে গাড়ি চালানোর সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

বিশ্বজয়ী ভারোত্তলক সক্ষম যাদব ও বালি নামে আর এক ভারোত্তলককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ভারোত্তলকরা হলেন হরিশ, টিঙ্কু ও সুরজ, চতুর্থজনের নাম জানা যায়নি এখনও। বিশ্বজয়ী সক্ষম যাদব উত্তর দিল্লির নাগলোইয়ের বাসিন্দা। অন্য ভারোত্তলকদেরও ঠিকানা উত্তর দিল্লির টিমরপুর।

Exit mobile version