Site icon Jamuna Television

দেশে ২৪ ঘণ্টায় ২ করোনা রোগী শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ২ করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হলো মোট ৫১ জন। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন। আজ বিকেলে আইইডিসিআরের এক অনলাইন ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি আরও জানান, মোট ১৬০২ নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা ১৪০ পরীক্ষা করা হয়েছে।

এরআগে গতকাল একজন করোনায় আক্রান্ত তথ্য পাওয়া যায়। আইইডিসিআর জানায় ওই রোগী একজন তরুণী। তার বয়স ছিলো বিশের ঘরে।

Exit mobile version