Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার প্রয়োজন আর ৬ উইকেট

সিডনি টেস্টেও হারের মুখে ইংল্যান্ড। ৩০৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ৯৩ রান তুলতেই হারিয়ে বসেছে ৪টি উইকেট। অ্যাশেজে ৪-০’র লজ্জা থেকে বাচতে হলে কাল সারাদিন ব্যাট করতে হবে রুট-বেয়ারস্টোদের।

 

৪ উইকেটে ৪৭৯ রান নিয়ে মাঠে নামে অজিরা। আগের দিন ৯৮ রানে অপরাজিত থাকা শন মার্শ শুরুতেই তুলে নেন ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি। যা চলতি অ্যাশেজে এই বাঁহাতির দ্বিতীয় সেঞ্চুরি। একই পথে হেঁটেছেন সহোদর মিচেল মার্শও। ১৬৯ রানের পাটনারশিপ ভেঙ্গে ব্রেকথ্রু এনে দেন কারান। ১০১ করে তুষ্ট থাকতে হয় মিচেল মার্শকে। ১৫৬ করে রানআউটে কাটা পড়েন শন মার্শ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫ রানের মধ্যেই ২ ওপেনার কুক ও স্টোনম্যানকে সাজঘরে ফেরান স্টার্ক ও লায়ন। শুধু ইনিংস পরাজয় ঠেকাতে ২১০ রান করতে হবে ইংল্যান্ডকে। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৩৪৬ রানে। ইতিমধ্যে ৩-০ তে এগিয়ে থেকে ৫ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

Exit mobile version