Site icon Jamuna Television

উল্ফ ভণ্ড, ট্রাম্প জিনিয়াস!

বির্তকিত বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’ এর লেখক মাইকেল উলফকে এবার ভণ্ড আখ্যা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে তিনি নিজেকে দাবি করলেন দারুন স্মার্ট ও সুপার জিনিয়াস হিসেবে।

‘টক অফ দ্য নেশন’ ফায়ার অ্যান্ড ফিউরি নিয়ে শুরু থেকেই খেপা ট্রাম্প। বইয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠায় একাধিক টুইটে নিজেকে সুস্থ বলে প্রমানের চেষ্টা করেছেন ট্রাম্প। দাবি করেন তিনি শুধু স্মার্ট নন, খুব ঠাণ্ডা মাথার একজন জিনিয়াস।

মেরিল্যান্ডের ক্যাম্প  ডেভিডে দেয়া ভাষণে ফায়ার এন্ড ফিউরি বইয়ের লেখক মাইকেল উলফকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। ট্রাম্প বলেন, “মাইকেল উলফ আমাকে জানেনই না। তার কাছে কোন সাক্ষাৎকারও দেইনি। অথচ ৩ ঘন্টার সাক্ষাৎকারের কথা বলে বেড়াচ্ছেন। প্রশাসনের বিরুদ্ধে এর আগেও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। সবাই জানেন উলফ একটা ভণ্ড। বইতে যা কিছু উঠে এসেছে তার কোন সত্যতাই নেই। মানহানি ঠেকাতে এখানকার আইন অনেক দুর্বল। তাই এ ধরণের কুৎসা ঠেকানো যাচ্ছে না।”

বইয়ের ভেতর সত্য-মিথ্যা যাই হোক না, বিশ্লেষকরা বলছেন, এতে আরো বেশি বির্তকে জড়িয়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। হুমকিতে পড়বে ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবন। তাদের আশংকা ট্রাম্পের বিরুদ্ধে এসব তথ্য প্রমাণ হিসেবে ডেমোক্র্যাট বা বিরোধীরা ব্যবহার করতে পারে। কেননা লেখকের মতে, হোয়াইট হাউজের স্টাফরাই ট্রাম্পের বুদ্ধিমত্তা নিয়ে সন্দিহান। এ ধরনের তথ্য মার্কিন রাজনীতিতে আরো উত্তপ্ত করে তুলবে। অনেকে রিপাবলিকানও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম বছরের নানা ঘটনা আর প্রায় ২শ সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে ফায়ার অ্যান্ড ফিউরি বইটি লিখেছেন মাইকেল উলফ। এক দিনেই বেস্ট সেলার বইয়ের তকমা পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা বিতর্কিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইটি। অনলাইনেও এটি বিকোচ্ছে দেদারসে। শনিবার, অ্যামাজনের বিক্রির তালিকাতেও শীর্ষে ছিল বিতর্কিত বইটি।

Exit mobile version