Site icon Jamuna Television

পুতিনের সাথে হাত মেলানোর পর রুশ চিকিৎসকের করোনা শনাক্ত

রাশিয়ার মস্কোয় করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হাসাপাতালের প্রধান ডা. ডেনিস প্রোতসেঙ্কো সম্প্রতি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐ হাসাপাতাল পরিদর্শনে গেলে তিনি তার পাশেই ছিলেন। পুতিনের সাথে করমর্দনও করতে দেখা গেছে তাকে।

করোনা পজেটিভ হওয়ার কথা নিজেই জানিয়েছেন ডা. প্রোতসেঙ্কো। ফেসবুকে লিখেছেন, পরীক্ষায় আমার করোনা পজেটিভ এসেছে। কিন্তু আমি ভালো আছি।

ব্লুমবার্গে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, গত ২৪ মার্চ পুতিন এই চিকিৎসকের সাথে করমর্দন করেন। সে সময় তিনি কোনো ধরনের সুরক্ষা সামগ্রী পরিহিত ছিলেন না।

গত সপ্তাহেই ডা. প্রোতসেঙ্কো বলেছিলেন, এই ভাইরাসের জন্য রাশিয়ার সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। ইতালিতে এটি যেমন সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে, তেমন শঙ্কায় আছে রাশিয়াও।

নিজের স্বাস্থ্য সম্পর্কে তিনি বলেন, আমি আমার অফিসে নিজেকে আইসোলেশনে রেখেছি। এখান থেকেই আমি সব কাজ ব্যবস্থাপনা করতে পারি। টেলিমেডিসিন সুবিধা নিতে পারি। গত এক মাস ধরে আমি শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছি সেটি ভালো কাজ দিচ্ছে।

৪৪ বছর বয়সী ডা. প্রোতসেঙ্কো করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার জনগণকে সচেতন করার কাজ করে আসছিলেন। এজন্য, বহু রুশ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। পুতিনের সাথে তার সাক্ষাতের সপ্তাহেই গোটা রাশিয়া জুড়েই লকডাউন ঘোষণা করা হয়েছে। মানুষজনকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার রাশিয়াতে করোনার সংক্রমণ রাতারাতি ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৭ জনে।

Exit mobile version