Site icon Jamuna Television

ফোনে উত্যক্ত, টেন্ডুলকার কন্যা সারা’র ‘প্রেমিক’ আটক

শচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকারকে ফোনে উত্যক্ত করার অভিযোগে পশ্চিমবঙ্গের মহিষাদল এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক যুবকের নাম দেবকুমার মাইতি; সে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসিন্দা বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম।

পুলিশ জানিয়েছে, সারা টেন্ডুলকারকে ফোনকে উত্যক্ত করত দেবকুমার। তবে অভিযুক্তের দাবি, সে সারা’কে ভালোবাসে, এবং বিয়ে করতে চায়। ‘ভালোবাসার নিদর্শন স্বরূপ’ নিজের হাতে সারা’র নাম লিখে রেখেছে সে। দেবকুমার জানিয়েছে, গত কয়েকদিনে ২০ থেকে ২৫ বার সারা’কে ফোন করেছিলো সে।

নিষেধ করার পরও বারবার ফোন দেয়ায় নম্বরটি পুলিশে দেন টেন্ডুলকার পরিবার। এরপরই ফোন ট্র্যাক করে মহিষাদলের আন্দুলিয়া গ্রাম থেকে তাকে আটক করে মুম্বাই পুলিশ; আজ রোববার হলদিয়া আদালতে তোলা হবে। পুলিশের ধারণা, দেবকুমারের মানসিক কিছুটা সমস্যা থাকতে পারে।

Exit mobile version