Site icon Jamuna Television

ধামরাইয়ে মাথা ন্যাড়া করায় স্কুলছাত্রের আত্মহত্যা

ঢাকার ধামরাইয়ে বাবার চাপের মুখে মাথা ন্যাড়া করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো. আবু সায়েম হোসেন নামে এক স্কুলছাত্র। মঙ্গলবার বিকালে উপজেলার যাদবপুর ইউনিয়ন সদরে এ ঘটনা ঘটে।

নিহত আবু সায়েম যাদবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো. হায়দার আলীর ছেলে। সে ভুবন মোহন (বিএম) স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে স্কুলছাত্র আবু সায়েম ধানতারা বাজারের একটি নাপিতের দোকান থেকে ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের চুলের কাটিংয়ে চুল কাটে।

বাড়িতে আসা মাত্র তার বাবা চুলের কাটিং দেখে তেলে বেগুনে জ্বলে উঠেন। এরপর সায়েমকে ফের ওই সেলুনে নিয়ে গিয়ে মাথা ন্যাড়া করে দেন তার বাবা।

এরপর বাড়ি ফিরে অভিমানে তার ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

তারা বাবা বলেন, ছেলের ভালোর জন্য শাসন করতে গিয়ে আজ ছেলের মরামুখ দেখতে হল। আগে জানলে আমার বাবাকে আমি কিছুই বলতাম না। এ ব্যাপারে ধামরাই থানার এসআই শেখ সেকান্দার আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version