Site icon Jamuna Television

করোনায় আবারও মৃত্যুর রেকর্ড

করোনায় একদিনে মৃত্যুর রেকর্ড আবারও ভাঙলো। এ ভাইরাসে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন, ৪ হাজার ৩শ’ মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪২ হাজার। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭২ হাজারের বেশি; মহামারি শুরুর পর যা দিনের হিসেবে সর্বোচ্চ।

এখন পর্যন্ত সারাবিশ্বে মোট কোভিড-১৯ আক্রান্ত আট লাখ ৫৭ হাজার মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই এক লাখ ৮৮ হাজার। মঙ্গলবার ৭০৯ জনের মৃত্যুর পর, দেশটিতে কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে, তিন হাজার ৮৬৭ জনে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি একদিনে রেকর্ড মৃত্যু দেখেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এদিন, ইতালি-স্পেনে মারা গেছেন প্রায় ১৬শ’ জন। ইউরোপের অন্যান্য দেশে এ সংখ্যা ১৮শ’র বেশি।

এদিকে, করোনাভাইরাসের কারণে পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সংকটে পড়েছে বলে মন্তব্য করেছে, জাতিসংঘ। সংস্থাটির হুঁশিয়ারি, ইউরোপ-আমেরিকার পর ভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হওয়ার অপেক্ষায় এশিয়ার বিভিন্ন দেশ।

Exit mobile version