Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে গেলো ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৫ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে গেলো ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৫ বাংলাদেশির প্রাণ গেছে। করোনা আক্রান্ত হয়ে গত দুইদিনে আমেরিকায় ১৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার নতুন করে আরো ৫ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ৪জন নিউইয়র্কে এবং একজন নিউজার্সি। এ নিয়ে আমেরিকায় ৩৫ জন বাংলাদেশি করোনাভাইরাসে মারা গেলেন।

মরণব্যাধি করোনাভাইরাসে আমেরিকাজুড়ে আতঙ্ক, উৎকণ্ঠা বেড়েই চলেছে। দেশটিতে মৃতের সংখ্যাও ৪ হাজার ছুঁই ছুঁই। মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন নাম। সবচেয় করুণ অবস্থা নিউইয়র্ক নগরীর। ঘুম থেকে উঠলে মৃত্যুর সংবাদ, ঘুমাতে গেলে মৃত্যুর সংবাদ। এই রকম কঠিন বাস্তবতা নিয়ে বেঁচে আছেন নির্ঘুম রাজ্যের বাসিন্দারা।

Exit mobile version