Site icon Jamuna Television

করোনারোধে উপসর্গবিহীন রোগীদের শনাক্ত করতে শুরু করেছে চীন

নতুন করে করোনার বিস্তার রোধে, এবার উপসর্গবিহীন রোগীদের শনাক্ত করতে শুরু করেছে চীন। এজন্য জোরদার স্ক্রিনিংয়ের পাশাপাশি, ভাইরাস শনাক্তে স্বাস্থ্যপরীক্ষার পরিসরও বাড়িয়েছে চীন।

বেইজিং জানিয়েছে, জনমনে স্বস্তি ফেরাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দু’মাস অবরুদ্ধ থাকার পর, চীনে মহামারির কেন্দ্র উহান শহর ও হুবেই প্রদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ধাপে ধাপে শিথিল করছে বেইজিং। যদিও বেশ কয়েকটি গবেষণায় এখনই এ পদক্ষেপ ঝুঁকিপূর্ণ বলে উঠে এসেছে।

গবেষকদের হুঁশিয়ারি শিগগিরই দ্বিতীয় মহামারির ঝুঁকিতে রয়েছে উহান। ডিসেম্বরে প্রথম কোভিড নাইনটিন শনাক্তের পর চীনা ভূখণ্ডে তিন মাসে প্রাণ গেছে ৩৩শ’ মানুষের। আক্রান্ত সাড়ে ৮১ হাজার। এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। কিন্তু এখনও বিপুলসংখ্যক করোনা আক্রান্ত মানুষের তথ্য প্রশাসনের হাতে আসেনি বলে জনমনে বাড়ছে আতঙ্ক।

Exit mobile version