Site icon Jamuna Television

চট্টগ্রামে আইসোলেশনে ভর্তি থাকা এক রোগীর মৃত্যু

চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) এ ভর্তি থাকা অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর বয়স ৫৫ বছর।

মঙ্গলবার রাতে ওই রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিআইটিআইডি কর্তৃপক্ষ।

বিআইটিআইডি’র চিকিৎসকরা জানান, মঙ্গলবার সকালে ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগ থেকে বিআইটিআইডি’তে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা জানান, ওই রোগীর মধ্যে জ্বর বা কাশির কোন লক্ষণ ছিল না, তবে শ্বাসকষ্ট ছিল সামান্য। একই সাথে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভূগছিলেন তিনি। ওই নারী করোনা আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান চিকিৎসকরা।

Exit mobile version