Site icon Jamuna Television

ন্যাড়া হলেন ওয়ার্নার, চ্যালেঞ্জ ছুঁড়লেন কোহলি-স্মিথকে

করোনায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সতীর্থদের সাথে ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও ন্যাড়া হওয়ার একই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ওয়ার্নার।

অস্ট্রেলিয়াতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪,৫০০ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ২০ জনের। কঠিন সময়ে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

তাদের প্রতি সম্মান জানিয়ে ন্যাড়া হলেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। ইনস্টাগ্রামে একটি টাইম ল্যাপ্স ভিডিও পোস্ট করেন।

স্বাস্থ্যকর্মীদের সম্মান জানিয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও একই কাজের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ওয়ার্নার। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পাদেরও।

Exit mobile version