Site icon Jamuna Television

আফ্রিদির প্রশংসা করায় সমালোচনার মুখে যুবরাজ সিং

করোনা সংকটে মানুষের পাশে দাড়ানো আফ্রিদির প্রশংশা করে সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। এক টুইটে যুবরাজ সিং আফ্রিদিকে নিয়ে লিখেছেন, ‘আমরা সবাই কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। এখন একে অন্যের খেয়াল রাখা উচিত। আমি শহিদ আফ্রিদি ফাউন্ডেশনকে সাপোর্ট করি’।

করোনাভাইরাস সচেতনতায় শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের ব্যানারে অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন আফ্রিদি। আফ্রিদির এমন উদ্যোগের প্রশংসা করে টুইট করেছিলেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং।

তবে ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজের ঐ টুইট ভালো ভাবে নেননি ভারতীয়রা। এরফলে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় সামলাতে হচ্ছে ভারতীয় ক্রিকেটের এই মারকুটে সৈনিককে।

Exit mobile version