Site icon Jamuna Television

আচমকা নড়ে উঠলো ভাজা মাছ

তেলের ভেতরে চুবিয়া থাকা ভাজা মাছ হঠাৎ করেই নড়ে উঠলো, এ দৃশ্য দেখে চিৎকার করে উঠলো আতঙ্কিত রেস্টুরেন্টের ক্রেতা। পিলে চমকে যাওয়ার মতো ঘটনাই বটে! দক্ষিণ চীনের হুনান প্রদেশে ঘটেছে এই ঘটনা ।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে গত ডিসেম্বর এক নেটিজেন এই ভিডিওটি আপলোড করে। তাতে দেখা যায় যে একটি রেষ্টুরেন্টে ক্রেতাদের মাঝে পরিবেশন করার জন্য ট্রেতে কড়া করে কয়েকটি মাছ ভেজে রাখা হয়েছে। হঠাৎ করেই একটি মাছ নড়ে উঠে। জীবন্ত মাছের মতো লাফাতে থাকে। এমন অদ্ভুতুড়ে  দৃশ্য দেখে এক ক্রেতা চিৎকার করছেন।

এদিকে, ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। একজন কমেন্টে বলেন, এটা নিষ্ঠুরতা, জীবন্ত অবস্থায় মাছটিকে ভাজা হয়েছে। কেনো মাছটির মৃত্যু নিশ্চিত করে তারপর ভাজা হলো না?

আরেক নেটিজেন কমেন্ট করেছেন, মাছটি সঠিকভাবে ভাজা হয়নি, নার্ভগুলো জীবন্ত থাকায় এই অদ্ভুত ঘটনা ঘটেছে।

যমুনা অনলাইন: টিবিজেড/টিএফ

Exit mobile version