Site icon Jamuna Television

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৫৭ জনকে

করোনাভাইরাস শানাক্তকরণে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে ১৫৭ জনকে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৫৪ জন।

আজ বুধবার এক ভিডিও কনফারেন্সে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৯ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে এবং বর্তমানে ৭৩ জন আইসোলেশনে আছেন। এখন পর্যন্ত সর্বমোট ২৯৫ জনকে আইসোলেশন করা হয়েছে।

এরমধ্যে, আজ একজন আইসোলেশন ইউনিট থেকে সুস্থ হয়ে চলে গেছেন বলেও জানায় আইইডিসিআর।

Exit mobile version