Site icon Jamuna Television

সরকারি নির্দেশে তুর্কেমেনিস্তান থেকে উধাও করোনাভাইরাস

দেশের গণমাধ্যমে করোনাভাইরাস শব্দ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেয়ছে তুর্কেমেনিস্তান সরকার। খবর দি ওয়াশিংটন পোস্ট’র।

রিপোর্টার্স উইদাউট বর্ডারের এক প্রতিবেদনে বলা হয়, স্কুল, হাসপাতাল ও কর্মক্ষেত্রে করোনাভাইরাস শব্দটি ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। এর ফলে সরকারি হিসেব মতে দেশটিতে কোন করোনা আক্রান্ত রোগী নেই।

তারা জানায়, মাস্ক পরিহিত লোক এবং যারাই প্রকাশ্যে করোনাভাইরাস নিয়ে কথা বলছেন তাদের তাৎক্ষণিক গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছে তুর্কেমেনিস্তান পুলিশকে। সেইসাথে দেশটির কোন গণমাধ্যম বা সরকারি নথিতেও করোনাভাইরাস শব্দটির উল্লেখে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত শাসিত তুর্কমেনিস্তানে ২০০৬ সাল থেকে রাষ্ট্রপতি গুরবাঙ্গুলি বেরদিমূখমাদভের একনায়কতন্ত্র শাসন চলছে। ফলে দেশটিতে সরকারের নির্দেশনার বাহিরে কিছু বলা যায়না।

Exit mobile version