Site icon Jamuna Television

সুপ্রিম কোর্টসহ সব আদালতের ছুটি বেড়েছে

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি প্রতিরোধে সুপ্রিম কোর্টসহ দেশের সকল আদালতে সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। বুধবার আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের সকল আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এবং দেশের অধস্তন আদালতের ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি হয়েছে আজ।

এর আগে, গত ২৪ মার্চ এক আদেশে দেশের সকল আদালতে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটির সাথে মিলিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছিল। এই ছুটি শেষ হওয়ার আগেই সরকার সাধারণ ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। ১০ ও ১১ এপ্রিল সরকারি ছুটি থাকায় ১২ তারিখ সরকারি অফিস খোলার কথা রয়েছে।

এ অবস্থায় সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে দেশের সকল আদালতেও ছুটি বেড়েছে। এখন পর্যন্ত যে হিসেবে তাতে আগামী ১২ এপ্রিল খুলতে পারে আদালত।

Exit mobile version