Site icon Jamuna Television

সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর হচ্ছে সেনাবাহিনী

করোনা সতর্কতায় স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে কাল থেকে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে সেনাবাহিনী। এ তথ্য জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে মাঠে আছে সেনাবাহিনী। তারা স্থানীয় সরকারকে সহায়তা করে আসছেন।

Exit mobile version