Site icon Jamuna Television

কুয়াকাটায় দেয়ালে চাপায় ছাত্রী নিহত

পটুয়াখালী প্রতিনিধি
কুয়াকাটার পাজ্ঞুপাড়া গ্রামে খেলতে গিয়ে দেয়াল চাপা পরে লিমা নামে এক শিশু নিহত হয়েছে। লিমা কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম আলী হোসেন মোল্লা।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এঘটনা ঘটে। পরিবারিক সুত্রে জানা গেছে, কুয়াকাটা
পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসমাইল খলিফার পাকের ঘরের নির্মাণাধীন দেয়ালের পাশে বসে লিমা সহ আরও দুইজন শিশু খেলছিল। এসময় হঠাৎ দেয়াল ভেঙ্গে পরে যায়। অন্যশিশুরা বেচেঁ গেলেও লিমা দেয়ালের নিচে চাপা পরে। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত্যু ঘোষণা করে।

ওই ওয়ার্ডের কাউন্সিলর আশ্রাফ আলী সিকদার জানান, সন্ধ্যার পরে লিমাসহ আরো দুই শিশু খেলছিলো। এসময় পাকের ঘরের ওয়াল ভেঙ্গে পরে। দেয়ালের নিচে চাপা পরে ঘটনাস্থলেই লিমা মারা যায়।

Exit mobile version