Site icon Jamuna Television

করোনা: হাসপাতালে রোগীদের ওষুধ, খাবার দিচ্ছে রোবট!

করোনা দমনে নয়া পন্থা অবলম্বন করা হচ্ছে গুয়াহাটি আইআইটিতে। নার্সের পরিবর্তে রোবট দিয়েই আইআইটি ক্যাম্পাসের হাসপাতালে পরিবেশন করা হচ্ছে খাবার ও ওষুধ। মানুষের মধ্যে রোবট দিয়ে প্রথমে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া, এরপর রোগীদের ওষুধ বা খাবার দেওয়ার চল শুরু করেছিল কেরালা। সেখানের হাসপাতালগুলিতে এই প্রথা শুরু করা হয়েছিল লোককে সচেতন করতে ও সংক্রমণ রোধের জন্য। এবার সেই পথেই হাঁটলেন গুয়াহাটি আইআইটির মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা। খবর -সংবাদ প্রতিদিন

করোনা সংক্রমণ রোধের বার্তা দিতে রোবট নার্সের সাহায্যে আইআইটির ক্যাম্পাস হাসপাতালে খাবার দেওয়া হচ্ছে। আপাতত শিক্ষার্থীদের উদ্যোগে ২টি রোবট বানানো সম্ভব হয়েছে।

আইআইটি’র শিক্ষার্থীরা জানিয়েছেন, ক্যাম্পাসের হাসপাতালে রোবটের মহড়া চলছে। সামনের সপ্তাহেই তা পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে তাঁদের আশা। দু’টি রোবট দু’রকম কাজ করবে। একটি পৌঁছে দেবে খাবার এবং ওষুধ। অন্যটি পরিষ্কার করে দেবে আইসোলেশন ওয়ার্ডের আবর্জনা। এছাড়া করোনা মোকাবেলায় রোবটের ব্যবহার সফল হলে পরবর্তীকালে আরও অনেক কাজে রোবটকে ব্যবহার করা সম্ভব হবে।

Exit mobile version