Site icon Jamuna Television

করোনা: হাত ধুতে দিনে কত পানি নষ্ট হচ্ছে? অপচয়রোধ করবেন যেভাবে

করোনাকে দূরে রাখতে দিনে বেশ কয়েকবার অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালভাবে হাত ধুতে হবে। আট থেকে আশি, কারও কাছেই আর এ তথ্য অজানা নেই। কিন্তু ভেবে দেখেছেন, এতবার হাত ধুতে গিয়ে কতখানি বেশি পানি খরচ হচ্ছে?

কল ছেড়ে একবার ২০-৩০ সেকেন্ড হাত ধুলে সাড়ে তিন থেকে চার লিটার পানি ব্যবহার হয়। অর্থাৎ দশবার হাত ধুলে ৪০ লিটার পানি লাগবে। মানে এক মাসে ১২০০ লিটার। তাহলে উপায়?

সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হল, হাত ধোয়ার সময় অবশ্যই কলটি বন্ধ করে রাখুন। সাবান দিয়ে হাত পরিষ্কার হওয়ার পর কল খুলে তা ধুয়ে নিলে অনেকখানি পানি বেঁচে যায়।

দ্বিতীয়ত, বালতিতে পানি ভরে যদি তা অল্প অল্প করে হাত ধোয়ায় ব্যবহার করেন, তাহলেও অপচয় কমানো সম্ভব। বোতলে থাকা একদিনের পুরনো পানি ফেলে দেওয়ার অভ্যেস আছে অনেকেরই। হাত ধোয়ার ক্ষেত্রে সে পানিও কাজে লাগাতে পারেন। শিশুরা হাত ধোয়ার সময় অতিরিক্ত পানি খরচ করে ফেলতে পারে। তেমন হলে, তাদের বোঝান, হাত ধোয়ার সময় সঙ্গে থাকুন।

সূত্র: সংবাদ প্রতিদিন

Exit mobile version