Site icon Jamuna Television

যমজ সন্তান প্রসব, নাম রাখলেন করোনা ও ভাইরাস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোর জেনারেল লা ভিলা সিটি হাসপাতালে ভর্তি হন আন্নামারিয়া জোসে রাফেল গোঞ্জালেস (৩৪) নামের এক অন্তঃসত্ত্বা। গেল ২৭ মার্চ তিনি হাসপাতালে জন্ম দেন যমজ সন্তানের। একটি পুত্র সন্তান এবং অন্যটি কন্যা সন্তান।

তিউনিসিয়া নিউমেরিখের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর ওই নারী গর্ভবতী থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আর ২৭ মার্চ রাত ২টার সময় যমজ সন্তানের জন্ম দেন তিনি।

রাফেল গোঞ্জালেস জানান, হাসপাতালের একজন চিকিৎসক মজার ছলেই বলেন, তার একজন কারোনা জোসে মিগুয়েল গোঞ্জালেস নামের একটি মেয়ে ও ভাইরাস জোসে মিগুয়েল নামে ছেলে হয়েছে। যেহেতু আগে থেকে কোনো নাম ঠিক করে না রাখায় চিকিৎসকের দেওয়া নাম পছন্দ হওয়ায় নামই রাখেন তিনি।

সূত্র:তিউনিসিয়া নিউমেরিখ

Exit mobile version