Site icon Jamuna Television

ভারতে তাবলিগ জামাতের মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে প্রায় ৯ হাজার মানুষ

ভারতে তাবলিগ জামাতের মাধ্যমে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে প্রায় ৯ হাজার মানুষ। জামাতে উপস্থিত বা তাদের সংস্পর্শে আসা ৩৮৯ জনের শরীরে এরইমধ্যে প্রাণঘাতী ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ সংবাদ মাধ্যম।

মার্চের ৮ তারিখ থেকে দিল্লির নিজামউদ্দিনে এই ধর্মীয় সমাবেশে জড়ো হতে শুরু করে বিভিন্ন দেশের মুসল্লিরা। ২১ মার্চ সেই জামাতে ছিলেন ১ হাজার ৭৪৬ জন মুসল্লি। যাদের মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া’সহ বিভিন্ন দেশ থেকে আসা ৮২৪ জন বিদেশিও ছিলেন। ভারতের কেন্দ্রীয় সরকার এই মার্কাজ মসজিদকে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করেছে। সেখানকার সংস্পর্শে যাওয়া প্রায় সাড়ে ৭ হাজার মানুষকে এরইমধ্যে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ। একই সাথে প্রায় ১৩’শ বিদেশি নাগরিককেও চিহ্নিত করা হয়েছে।

Exit mobile version