Site icon Jamuna Television

আজ থেকে রংপুর ও কক্সবাজারে করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু

রংপুর ও কক্সবাজারে আজ থেকে শুরু হচ্ছে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা।

সকালে রংপুর মেডিকেলের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে কোভিড নাইনটিনের নমুনা পরীক্ষার কাজ শুরু হবে। পিসিআর মেশিনে ৬ ঘণ্টায় ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। রংপুর বিভাগের ৮ জেলার সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষা করা হবে এই পিসিআর মেশিনে।

কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের ল্যাবেও আজ থেকে শুরু হচ্ছে কোভিড নাইনটিনের পরীক্ষা। সেখানেও একদিনে ৯৬ জনের পরীক্ষা সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নমুনা পরীক্ষা করাতে হলে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ কমিটির অনুমোদন নিতে হবে। পরীক্ষার রিপোর্ট প্রকাশ করবে আইইডিসিআর।

Exit mobile version