Site icon Jamuna Television

কাপ্তাইয়ে গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় চিংমরম এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহতের নামে উসুইপ্রু মারমা (৩০)। সে চিংমরম ইউনিয়নে ৩ ওয়ার্ডের সহ সভাপতি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্যরাতে একদল সন্ত্রাসী উসুইপ্রু মারমাকে হেডম্যান পাড়ার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় গুলি করে লাশ ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ ও স্থানীয় বিজিবি ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাউসার জানান, রাত ৩টায় নিহত যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করে চন্দ্রঘোনা থানা পুলিশ। ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।

এদিকে কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন সিদ্দিকী জানান, উসুইপ্রু মারমা বুধবার দিবাগত মধ্যরাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’র সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে মারা গিয়েছে।

Exit mobile version