Site icon Jamuna Television

করোনার মধ্যেও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও চোষপাড়া সীমান্তে মো: জয়নাল (৪৮) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে । বুধবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের চোষপাড়া সীমান্তে এঘটনা ঘটে। নিহত জয়নাল রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের বাসিন্দা সমিরুদ্দীনের ওরফে মাঝিলের ছেলে।

রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জমিরুল ইসলাম জানান, জয়নাল দীর্ঘ কয়েকবছর যাবত ভারতে বসবাস করছিলেন। সেখানে তিনি শ্রমিকের কাজ করতেন। বাংলাদেশে নিজ গ্রামে তার স্ত্রী, সন্তান রয়েছে এবং ভারতেও তার দ্বিতীয় স্ত্রী এবং তার পরিবার রয়েছে। বুধবার রাতে বালিয়াডাঙ্গীর চোষপাড়া সীমান্তে বিএসএফের সদস্যরা গুলি ছুঁড়লে জয়নাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এবিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে পতাকা বৈঠকের পত্র দেয়া হয়েছে।

Exit mobile version