Site icon Jamuna Television

করোনায় গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১৭ বাংলাদেশির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৭ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো যুক্তরাষ্ট্রে। সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত অনুসারে, বুধবার প্রাণ হারানো ব্যক্তিদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা। বাকিরা নিউজার্সি’সহ অন্যান্য শহরের। তাদের মধ্যে রয়েছেন চারজন নারী; যারা সবাই ষাটোর্ধ্ব। নিশ্চিত সংখ্যা না জানালেও; আরও অনেক বাংলাদেশির দেহে মিলেছে প্রাণঘাতি ভাইরাসটির উপস্থিতি। মঙ্গলবার পর্যন্ত করোনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু সংখ্যা ছিলো ৩৬।

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও অনেকে। প্রতিদিনই নতুন কারো মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে। এ অবস্থায়, আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।

Exit mobile version