Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় ২ জন নতুন করোনা রোগী শনাক্ত

দেশে ২৪ ঘণ্টায় ২ জন নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে। এতে করে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ৫৬ জন। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪১ নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় দুইজন আক্রান্তের শনাক্ত করা হয়। দুইজনই পুরুষ।

এছাড়া দেশে ২৪ ঘণ্টায় ৫ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। বর্তমানে মোট ৭৮ জন আইসোলেশনে রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কোভিড-১৯ নিয়ে ১২ হাজার ৪৪৮ জন প্রশিক্ষণ নিয়েছে।

Exit mobile version