Site icon Jamuna Television

করোনা প্রভাবে চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে সাড়ে ৩ শতাংশ: ইকোনমিস্ট

করোনার বিরুপ প্রভাবে চলতি বছর প্রবৃদ্ধি চার শতাংশ কমতে পারে। এমন শঙ্কা প্রকাশ করেছে, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। পরিস্থিতি বিশ্লেষণ করে, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স বলছে, চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে সাড়ে ৩ শতাংশ, যা আগে সাড়ে ৭ শতাংশ হবে বলে আশা করা হচ্ছিল।

জনগণের চলাচল কমাতে সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে ভোক্তা চাহিদা কমে যাচ্ছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্সের আশঙ্কা, এর বড় ধাক্কা লেগেছে চাহিদায়—এতে দক্ষিণ এশিয়ার অনেক দেশেরই প্রবৃদ্ধি কমে যাবে। কারখানা ও ব্যবসা–বাণিজ্য বন্ধ হওয়ায় সরবরাহ ব্যবস্থার ওপর গিয়ে পড়েছে আরেকটি ধাক্কা। বাংলাদেশ এখনো বড় আকারের প্যাকেজ সরবরাহ করেনি। এই তথ্য জানিয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট আশা প্রকাশ করছে, সরকারি ঋণ এবং রাজস্ব ঘাটতির স্তর বিবেচনায় আগ্রাসী আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারবে, বাংলাদেশ।

Exit mobile version