Site icon Jamuna Television

সেনাবাহিনীর কঠোর হওয়ার ঘোষণার প্রভাব, রাস্তায় কমেছে মানুষ

দেশে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়ে সেনাবাহিনীর কঠোর হওয়ার ঘোষণার প্রভাব পড়েছে রাজধানী ঢাকায়। গত ক’দিনের তুলনায় বেশ কমেছে মানুষ আর যানবাহনের চলাচল।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকি বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি জরুরি পরিবহন, অ্যাম্বুলেন্স ও গণমাধ্যমের কোন গাড়ি ছাড়া কোনো যানবাহন চলাচল করছে না। শহরের প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। অলিতে গলিতেও সাধারণের চলাচল বেশ কম। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন তারা পড়েছেন যান সংকটে। বিভিন্ন স্থানে সেনা বাহিনীর সদস্যরা বিনা প্রয়োজেন বের হওয়া মানুষদের ঘরে ফিরিয়ে দিতে কাজ করছেন। কোথাও কোথাও সেনা বাহিনীর পক্ষ থেকে পরিষ্কারক সামগ্রী বিতরণ করতেও দেখা যায় । করোনার বিস্তার ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে না বের হওয়ার নির্দেশনা দেয়া হয়।

Exit mobile version