Site icon Jamuna Television

সুনামগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর এলাকায় ওমান ফেরত হোম কোয়ারেন্টিনে থাকা একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ। গত ১৭মার্চ তিনি বিদেশ থেকে ফিরে আসেন এবং ঐদিন থেকে প্রশাসনের নির্দেশে হোম কোয়ারেন্টিনে ছিলেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, জয়নাল আবেদীন নামের ওই ব্যক্তির বয়স ছিলো ৪৯ বছর। পরিবারের ভাষ্য অনুযায়ি সকাল ৭টায় পেটে ব্যাথার কথা বলছিলেন তিনি। পরে বাড়িতেই মারা যান তিনি।

সিভিল সার্জন আরোও জানান, যেহেতু হোম কোয়ারেন্টিনের সময় পেরিয়ে যাবার পরও তিনি ঘরে ছিলেন, এজন্য তার নমুনা সংগ্রহ করার উদ্যেগ নিয়েছি। এছাড়া পারিবারিকভাবে লাশ দাফন না করার জন্য বলেছি।

দোয়ারাবাজার থানার ওসি আবুল হাসেম জানান, মারা যাওয়া ব্যক্তিকে ১৭ তারিখেই আমরা হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়, হোম কোয়ারেন্টিনের মেয়াদও শেষ হয়ে গেছে ইতোমধ্যে। হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হলেও সরকারের নির্দেশনা অনুযায়ী তিনি ঘরেই অবস্থান করছিলেন। তার পরিবারের লোকজন আমাদের জানিয়েছেন, পেটে ব্যাথার কারণেই মৃত্যু হয়েছে।

Exit mobile version