Site icon Jamuna Television

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোর শহরের খড়কি এলাকায় পূর্ব বিরোধের জের ধরে বড় আল-আমিন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার রাত ১০টার দিকে যশোর শহরের খড়কি এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আল আমিন খড়কি কাসার দিঘি এলাকার আলমগীর হোসেনের ছেলে।

ওই হামলায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- একই এলাকার আব্দুল খালেকের ছেলে ছোট আল আমিন (২৫), ইফাজ তুল্লা সর্দারের ছেলে সাহেব আলী (৪৫)।

আহত সাহেব আলি জানান, জামাল, হিরা, অনু ও তাদের লোকজনের সাথে বড় আল আমিনের পূর্ব বিরোধ ছিলো। বুধবার রাতে বাড়ি ফেরার পথে ওই বিরোধের জের ধরেই তার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় আল আমিনকে বাঁচাতে গিয়ে ছোট আল আমিন ও সাহেব আলী আহত হন।

যশোর কোতয়ালি মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পিতা আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ জড়িতদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।

Exit mobile version