Site icon Jamuna Television

চীনের শেনজেনে নিষিদ্ধ হলো কুকুর-বিড়াল খাওয়া

যে করোনাভাইরাস বিপর্যস্ত পৃথিবী, তার উৎপত্তি চীনের উহান শহরে। অনেকেরই ধারণা শহরটির বন্যপ্রাণি কেনা বেচার বাজার থেকে ছড়িয়েছে এই ভাইরাস।

চীনের প্রায় প্রত্যেক শহরেই আছে এমন বাজার। যেখানে খাওয়ার জন্য বিক্রি হয় প্রায় সব প্রাণি। বাদুড়, কুকুর, বিড়াল কিংবা শুকর কি পাওয়া যায় না সেখানে।

এই নিয়ে অনেক তর্ক বিতর্কের মাঝে চীনে প্রথম নিষিদ্ধ করা হলো কুকুর-বিড়াল খাওয়া। আর সেই কাজটা করেছে চীনের শেনজেন শহর। আর এই আইন কার্যকর হবে আগামী পহেলা মে থেকে।

এশিয়ায় ১০ মিলিয়ন কুকুর প্রতি বছর হত্যা করা হয় খাওয়ার জন্য। আন্তর্জাতিক হিউম্যান সোসাইটির দাবি চীনে মারা হয় প্রায় ৪০ লাখ বিড়াল।

করেনাভাইরাসের মহামারীর পর গেল ফেব্রুয়ারিতে বন্যপ্রাণি কেনা বেচা নিষিদ্ধ করেছিলো চীনা সরকার।

Exit mobile version