Site icon Jamuna Television

ঘরের কাজ করে ক্লান্ত অভিনেত্রীর কান্না ভাইরাল

নভেল করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে চলছে অস্থির অবস্থা।ভারতে সরকার ২১ দিনের লকডাউন ঘোষণা করে দিয়েছে। ঘর থেকে বেরোতে পারছেন না কেউই। এ জন্য ঘরের মধ্যে থেকে নানা কাজ করে নিজেদের সতেজ রাখছেন অভিনেতা-অভিনেত্রীর।সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নানা কাজের ছবি পোস্ট করছেন।

কেউ আবার ক্লান্তও হয়ে যাচ্ছেন। এমন একজন অভিনেত্রো হিনা খান। গৃহবন্দী হয়ে আছেন তিনি আর সবার মতো। বাইরের কাজ যখন বন্ধ, তাই মেয়েকে ফ্রি পেয়ে ঘরের কাজ করিয়ে নিচ্ছেন মা।

করোনা সংকটে কাজের বুয়া রয়েছে ছুটিতে। হিনার মা নিজেই সামলাচ্ছেন সবকিছু। আর নিজের সহযোগী হিসেবে মেয়েকে দিয়ে কিছু কাজ করিয়ে নিচ্ছেন। আর তাতেই ক্লান্ত হয়ে পড়েছেন অভিনেত্রী।

সম্প্রতি মজার একটি ভিডিও পোস্ট করছেন হিনা। সেখানে দেখা যাচ্ছে ঘরের ডোরম্যাট ধুতে গিয়েই একেবারে নাজেহাল তিনি৷ চোখের জল, নাকের জল মিশে একাকার! লকডাউন অবস্থায় ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্না, বাসন মাজা সবই করছেন৷ এই কান্নার ভিডিও মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

ভিডিও দেখুন:

Exit mobile version