Site icon Jamuna Television

লাইনে দাড়িয়ে সংকোচ বোধ করলে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ বিতরণ

নিম্ন আয়ের মানুষসহ যারা লাইনে দাড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন তাদের অগ্রাধিকার তালিকা তৈরি করে ত্রাণ বিতরণ করা হবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে করোনাভাইরাসের কারণে যে সকল কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছে অথবা যারা দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালায় তাদের তালিকা প্রস্তুত করে ত্রাণ বিতরণের নির্দেশনা দেয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা লাইনে দাড়িয়ে ত্রাণ নিতে সংকোচ বোধ করেন তাদের আলাদা তালিকা তৈরি করে বাসা/বাড়িতে খাদ্য সহায়তা প্রদান করার নির্দেশনা দেয়া হলো।

Exit mobile version