Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় দুই বছরের বেতন দান করলেন গৌতম গাম্ভীর

ভারতে করোনা মোকাবেলায় নিজের দুই বছরের বেতন দান করেছেন ক্রিকেটার গৌতম গাম্ভীর।

ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নয় বছর পূর্তির দিনে এমন ঘোষণা দিলেন গৌতম গাম্ভীর। বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক জাতীয় দল থেকে অবসর নেয়ার পর এখন সংসদ সদস্য। নিজের আগামী দুই বছরের পারিশ্রমিক দান করে দিয়েছেন তিনি। সংসদ সদস্য হিসেবে মাসে প্রায় ৩ লাখ রুপি পারিশ্রমিক পান এই ক্রিকেটার। সে হিসেবে ৭২ লাখ রুপি করোনা ফান্ডে জমা দিয়েছেন তিনি।

গাম্ভীর এর আগে নিজের সংসদ সদস্যের ফান্ড থেকেও ৫০ লাখ রুপি দিয়েছিলেন করোনা মোকাবেলায়।

Exit mobile version