Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দেড় মাসের শিশুর মৃত্যু

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে দেড় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা আক্রান্তে শিশু মৃত্যুর ঘটনা এটি দ্বিতীয়।

বুধবার দেশটির কানেকটিকাট অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে। রাজ্যটির গভর্নর নেড লেমন্ট এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

গভর্নর বলেন, হার্টফোর্ট এলাকার শিশুটিকে গত সপ্তাহের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সে আর বেঁচে ফেরেনি। তিনি জানিয়েছেন, মঙ্গলবার হাসপাতালে শিশুটির করোনাভাইরাস ধরা পড়ে।

টুইটারে তিনি লেখেন, এটি সত্যিকারে হৃদয়বিদারক ঘটনা। আমাদের বিশ্বাস সবচেয়ে ছোট একটি শিশুর জীবন কোভিড-১৯ সংক্রান্ত জটিলতায় হারিয়েছে।

এর আগে শনিবার শিকাগোয় এক বছরেরও কম বয়সী এক শিশুর মৃত্যু হয়। ওই শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা যায় বলে জানায় শিকাগোর কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা জনস হপকিন্স ইউনির্ভাসিটির তথ্যানুযায়ী বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬ হাজার। আর এ ভাইরাটিতে দেশটিতে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

Exit mobile version