Site icon Jamuna Television

রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি

রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে সাড়ে সাড়ে ৫টার কিছু পর ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি শুরু হয়। তবে, রাজধানীর অনেক জায়গায় এসময় বৃষ্টি হয়নি। এসময় পথে থাকা গুটিকয়েক মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে।

তবে দীর্ঘস্থায়ী হয়নি এ বৃষ্টিপাত। সোয়া ৬টার দিকেই থেমে যায়। করোনাভাইরাসের কারণে সবকিছু স্থবির হয়ে পড়ায় এমনিতেই রাজধানীর দূষণের মাত্রা কমে এসেছে। আচমকা বৃষ্টিপাত যেন সবকিছু ধুয়ে মুছে সজীব করে দিয়ে গেছে। তবে, এমন আবহাওয়ায় করোনা পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলার সুযোগ কম।

রাজধানী ছাড়াও উত্তর বঙ্গের কিছু জেলায়ও ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টির খবর পাওয়া গেছে।

Exit mobile version