Site icon Jamuna Television

এবার বাড়ি ভাড়া মওকুফ করলেন তাসকিনের বাবা

করোনা সংকটে স্থবির হয়ে পড়েছে পুরো দেশ। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্য ও নিম্নবিত্তরা। সেইসাথে নিম্ন আয়ের লোকজনের উদ্বেগের তো শেষ নেই। এই পরিস্থিতিতে ভাড়াটিয়াদের পাশে দাড়ালেন জাতীয় দলের অন্যতম পেসার তাসকিন আহমেদের বাবা আবদুর রশিদ।

জানা যায়, বাড়িভাড়া মওকুফ করে দিয়েছেন তাসকিন আহমেদের বাবা আবদুর রশিদ। ১১ ভাড়াটিয়ার এক মাসের বাড়িভাড়া মওকুফ করে দিয়েছেন তিনি। তাসকিনের ইচ্ছাতেই এমন উদ্যোগ নিয়েছেন আবদুর রশিদ। আসছে জন্মদিনে ছেলে কি উপহার চায় জানতে চাইলে তাসকিন বাবাকে অনুরোধ করেন, ভাড়াটিয়াদের ১ মাসের বাড়িভাড়া মওকুফ করে দিতে। এটাই হবে তার জন্মদিনের উপহার।

তাসকিন বলেন, ‘আমাদের দুটি বাড়ি থেকে ভাড়া বাবদ বাবা এক লাখ টাকার মতো পান। বাবাকে অনুরোধ করি যে, এবার আমার জন্মদিনের উপহার হিসেবে সেই ভাড়া যেন তিনি মাফ করে দেন। বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং খুশিও হয়েছেন।’

এর আগে মানবতার প্রতি দৃস্টান্ত রেখে বাড়ি ভাড়া মওকুফ করে দেন রাজধানীর কয়েজন বাড়িওয়ালা। তন্মধ্যে অভিনেত্রী ভাবনার পরিবার অন্যতম।

Exit mobile version